দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী ১৩.০১.২০২১ তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার form fill up করানো হবে।
Form fill up – এর জন্য নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলতে হবে-
১.April 2021 পর্যন্ত স্কুলের tuition fees clear করতে হবে।
২. School dress পরে আসতে হবে।
৩. Registration certificate অতি অবশ্য সঙ্গে আনতে হবে।
৪. Black ball pen অবশ্যই সঙ্গে আনবে।
৫.Roll 1- 26 ( 12.00 p. m- 1.00 p.m)
Roll 27-51, Vishal Das (1.30 p.m- 2.30 p.m)
# নির্ধারিত সময়ে স্কুলে আসবে।