এতদ্বারা নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী ১২.৩.২০২১ থেকে তোমাদের ৬ টি পিরিয়ড হবে। মাঝে ২০ মিনিটের বিরতি থাকবে। তোমরা শুকনো খাবার ছাড়া অন্য কিছু টিফিনে আনবে না। কোনো ভাবে পরস্পর টিফিন বিনিময় করবে না। তোমাদের ছুটি হবে ৩.৩০ মিনিটে। দশম শ্রেণীর ক্ষেত্রে আগামী সপ্তাহের জন্য প্রতি শুক্রবার অতি অবশ্য সম্মতি পত্র জমা দিতে হবে। নবম শ্রেণীর ক্ষেত্রে প্রতি সপ্তাহে সোমবার সম্মতি পত্র জমা দিতে হবে। যদি কোনো ছাত্র/ ছাত্রীর অভিভাবক/ অভিভাবিকা উক্ত নির্দিষ্ট দিনে সম্মতি পত্র জমা না দেন তাহলে ছাত্র/ ছাত্রী যেদিন স্কুলে আসবে তার আগের দিন ( শনিবার,রবিবার নয়) অতি অবশ্য সম্মতি পত্র জমা দিতে হবে।
Similar Posts
NOTICE
এই সোমবার (২৯/৩/২০২১) দোলের জন্য বিদ্যালয় ছুটি থাকবে । এই কারণে দশম শ্রেণী র সঙ্গে নবম শ্রেণী ও আগামী শুক্রবার (২৬/৩/২০২১) তারিখে তাদের সম্মতি পত্র বা “consent letter ” জমা দেবে । এই নিয়ম টি কেবল মাত্র এই সপ্তাহের জন্য ই বলবৎ হবে ।অনুমতি অনুসারে
জরুরী বিজ্ঞপ্তি
পঞ্চসায়র শিক্ষা নিকেতন(উঃ মাঃ) বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী এবং তাদের অভিভাবক-অভিভাবিকাদের জানানো হচ্ছে যে COVID-19 অতিমারী উদ্ভুত পরিস্থিতির কারণে বিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘসময়কালে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর মাসিক Fee কিঞ্চিৎ হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন,ঐ নির্ধারিত হারেই সর্বমোট Fee হ্রাস করেই বর্তমানে মার্চ,2022 মাস পর্যন্ত গ্রহণ করা হয়েছে।বর্তমানে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশানুসারে বিদ্যালয়ে স্বাভাবিক…
FEES NOTICE
বিজ্ঞপ্তি পঞ্চসায়র শিক্ষা নিকেতন বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক/অভিভাবিকাদের জানানো হচ্ছে যে যাঁরা Tuition Fee প্রদান cheque এবং cash ছাড়াও Online Payment করতে ইচ্ছুক তাঁরা নিম্নলিখিত Bank Details -এর মাধ্যমে Tuition Fee জমা দিতে পারবেন: Name: The Panchasayar Education Society, A/C.Panchasayar Siksha Niketan Bank: Punjab & Sind Bank Branch: Garia, Panchasayar Bank A/C No: 08481000000002 A/C…
Holiday Update 20.8.21
As per government notice dated 13.8.2021, Friday the 20th August 2021, is declared as a public holiday on account of Muharram under the NI act in place of Thursday 19th August 2021. The school will remain closed on 20.8.2021.
Class XI
সকল একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী ১১.০১.২০২১ তারিখে বেলা ১২ টার সময় স্কুল ড্রেস পরে স্কুলে আসতে হবে। ওইদিন তোমাদের H. S. Examination – এর Registration form – এর check list – এ স্বাক্ষর করতে হবে। ওইদিন স্কুলে অনুপস্থিত থাকলে তোমার registration – এ অসুবিধা হবে। ওইদিন স্কুলে উপস্থিত আবশ্যক।