পঞ্চসায়র শিক্ষা নিকেতন(উঃ মাঃ) বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী এবং তাদের অভিভাবক-অভিভাবিকাদের জানানো হচ্ছে যে COVID-19 অতিমারী উদ্ভুত পরিস্থিতির কারণে বিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘসময়কালে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর মাসিক Fee কিঞ্চিৎ হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন,ঐ নির্ধারিত হারেই সর্বমোট Fee হ্রাস করেই বর্তমানে মার্চ,2022 মাস পর্যন্ত গ্রহণ করা হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশানুসারে বিদ্যালয়ে স্বাভাবিক পঠন-পাঠন শুরু হওয়ায় আগামী এপ্রিল,2022 মাস থেকে সর্বমোট মাসিক মাহিনা পূর্ব নির্ধারিত হারে Cheque-এর মাধ্যমে প্রদান করতে হবে। Cash, Draft বা Online payment গ্রাহ্য হবে না।পূর্ব নির্ধারিত হার অবগতির জন্য নিম্নে উল্লেখ করা হলো :

i) Class V, VI – Rs 1350/-(p. m.)
(Tuition Fee-Rs 900/-, Computer Fee-Rs 200/-, Spoken English Fee-Rs150/-, Karate-Rs100/-)

ii)Class VII, VIII, IX- Rs1250/-(p.m.)
(Tuition Fee-Rs900/-, Computer Fee-Rs200/-, Spoken English Fee-Rs150/-(p. m.)

iii)Class X – Rs 1100/-(p.m.)
(Tuition Fee-Rs900/-, Computer Fee-Rs 200/-)

Date:24.03.2022

Similar Posts