বিজ্ঞপ্তি
পঞ্চসায়র শিক্ষা নিকেতন(উঃ মাঃ)
বিদ্যালয়ের মাসিক মাহিনা(Monthly Tuition Fees) 15.07.2022 তারিখ থেকে cheque অথবা online এর মাধ্যমে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,নগদ(cash) গ্রহণ করা হবে না। মাহিনা প্রদানের সুবিধার্থে আগামী 28.07.2022 তারিখ,Punjab & Sind Bank, Panchasayar-Garia ব্রাঞ্চ ন্যূনতম 100 টাকা(Balance) এর ভিত্তিতে নুতন Savings Account খোলার জন্য বিশেষ “Account Opening Camp” বিদ্যালয়ের প্রবেশস্থলে অনুষ্ঠিত হবে।ইচ্ছুক অভিভাবক/অভিভাবিকাদের প্রয়োজন অনুযায়ী এই Camp এ অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত শিক্ষিকা
পঞ্চসায়র শিক্ষা নিকেতন(উঃ মাঃ)