পঞ্চসায়র শিক্ষা নিকেতন (উ:মা:)
(2020–2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত )
একাদশ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের 2020–2021 শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম আগামী 16/07/2020 তারিখ বৃহস্পতিবার (শনি,রবিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতীত ) বেলা 12 টা থেকে বিকাল 4 টের মধ্যে সংগ্রহ করা যাবে । CORONA (COVID–19) মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা মান্যতা দিয়ে ভর্তি পুরাতন ফী অপরিবর্তিত রেখে আগামী আগষ্ট ’20 মাসের প্রথম সপ্তাহ থেকে Online এর মাধ্যমে নিয়মিত class শুরুর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের বিদ্যালয় একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে । এই ভর্তির কাজ আগামী 24/07/2020 তারিখের মধ্যে সম্পূর্ণ করা হবে। বিদ্যালয়ে পাঠরত এবং বহিরাগত ছাত্র ছাত্রীদের জন্য ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হল:
1.ভর্তির ফর্ম — 150 টাকা
2.ফর্ম সংগ্রহের তারিখ : 16/07/2020—24/07/’20
(বেলা 12 টা থেকে বিকাল 3টে পর্যন্ত )
3.ভর্তির ফর্ম সংগ্রহের জন্য প্রয়োজনীয় Documents :
WBBSE এর 2020 Result এর online থেকে প্রাপ্ত copy অবশ্যই সঙ্গে আনতে হবে এবং office থেকে ফর্ম সংগ্রহ করতে হবে ।
4.একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত :
ছাত্র ছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নলিখিত ‘Subject Combination ‘ এর নির্দেশিকা অনুসারে সরাসরি ভর্তির সুযোগ আছে । ভর্তির সর্বমোট দেয় অর্থ Cash অথবা Cheque এর মাধ্যমে প্রদান করা যাবে । Cheque এর ক্ষেত্রে ‘ The Panchasayar Education Society , A/C Panchasayar Siksha
Niketan ‘ এই নামে Cheque হবে। তবে খাতার মূল্য নগদে ( Cash) প্রদান করতে হবে । ভর্তি সংক্রান্ত তথ্য জানতে বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করতে হবে । ভর্তির বিষয়ে অভিভাবক / অভিভাবকার উপস্থিতি বাঞ্ছনীয় । (বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপস্থিতির কোনো প্রয়োজন নেই )।
যোগাযোগের নম্বর : (033)24325659, 9330419892