সকল একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী ১১.০১.২০২১ তারিখে বেলা ১২ টার সময় স্কুল ড্রেস পরে স্কুলে আসতে হবে। ওইদিন তোমাদের H. S. Examination – এর Registration form – এর check list – এ স্বাক্ষর করতে হবে। ওইদিন স্কুলে অনুপস্থিত থাকলে তোমার registration – এ অসুবিধা হবে। ওইদিন স্কুলে উপস্থিত আবশ্যক।
Similar Posts
FEES NOTICE
বিজ্ঞপ্তি পঞ্চসায়র শিক্ষা নিকেতন বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের অভিভাবক/অভিভাবিকাদের জানানো হচ্ছে যে যাঁরা Tuition Fee প্রদান cheque এবং cash ছাড়াও Online Payment করতে ইচ্ছুক তাঁরা নিম্নলিখিত Bank Details -এর মাধ্যমে Tuition Fee জমা দিতে পারবেন: Name: The Panchasayar Education Society, A/C.Panchasayar Siksha Niketan Bank: Punjab & Sind Bank Branch: Garia, Panchasayar Bank A/C No: 08481000000002 A/C…
Fees Notice
বিজ্ঞপ্তিপঞ্চসায়র শিক্ষা নিকেতন(উঃমাঃ)বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীদের অভিভাবক-অভিভাবকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে,আগামী 01/09/2021 তারিখ থেকে summative 2 পর্রীক্ষা শুরু হবে।যে সকল ছাত্র-ছাত্রীদের মাসিক Tuition Fee,আগস্ট’21 মাস পর্যন্ত বকেয়া আছে,তাদের আগামী 31/08/2021 তারিখের মধ্যে বকেয়া Tuition অবশ্যই প্রদান করতে হবে।অনুমত্যনুসারে
Notice: Madhyamik Registration Checking
বর্তমান দশম শ্রেনীর রেজিস্ট্রেশন চেক লিস্টে স্বাক্ষর করার জন্য কেবলমাত্র অভিভাবকরা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিদ্যালয়ে আসবেন । *নির্দিষ্ট সময়সূচি কঠোরভাবে মান্য করবেন। *প্রত্যেকে নিজের কলম অবশ্য সঙ্গে আনবেন । CLASS–XA(4.8.2020) A.Sanyal+KMD Roll no– 1 to 20 Time– 12:00 pm to 1:30pm Roll no– 21 to 39 Time– 2:00pm to 3:30pm CLASS–XB(6.8.2020) SBP+SK Roll no–1 to…
জরুরী বিজ্ঞপ্তি
পঞ্চসায়র শিক্ষা নিকেতন(উঃ মাঃ) বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী এবং তাদের অভিভাবক-অভিভাবিকাদের জানানো হচ্ছে যে COVID-19 অতিমারী উদ্ভুত পরিস্থিতির কারণে বিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘসময়কালে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর মাসিক Fee কিঞ্চিৎ হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন,ঐ নির্ধারিত হারেই সর্বমোট Fee হ্রাস করেই বর্তমানে মার্চ,2022 মাস পর্যন্ত গ্রহণ করা হয়েছে।বর্তমানে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশানুসারে বিদ্যালয়ে স্বাভাবিক…
Class Notice for class XI
এতদ্বারা পঞ্চ সায়র শিক্ষা নিকেতন – এর ২০২১-২০২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে তোমাদের ক্লাস আগামী 18.08.2021 বুধবার থেকে শুরু হবে। class routine group- এ জানানো হবে।